ডিসিদের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৬:০৮

জেলা প্রশাসকদের (ডিসি) নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘সারাদেশে আমাদের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা অ্যালার্ট রয়েছে। পুলিশ তো আছে। ডিসিরা চাইলে আনসারদেরও পাবেন। ’

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয় স্বরাষ্ট্র মন্ত্রীর। এ সময় নিরাপত্তার নানা ইস্যু নিয়ে জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ‘আজকের সম্মেলনে জেলা প্রশাসকরা ১৪টি বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে বিভিন্ন সমস্যা ও সংকটের কথা রয়েছে। যেমন পুলিশ ফাঁড়ি, নৌ ফাঁড়ি, জনবল, যানবাহন সংকট। এসব বিষয়ে সমাধান করা হবে।’

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :