সিরিয়া-লেবানন সীমান্তে সামরিক অভিযান চালাবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৬:২৭

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়া-লেবানন অভিন্ন সীমান্তে সাম্প্রতিক সামরিক অভিযানের পরিকল্পনা এককভাবে হিজবুল্লাহ করেছে।

গত সপ্তাহের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল লেবাননের সীমান্তবর্তী শহর আরসাল।এ শহরের নাম উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান বলেন, আরসাল অভিযানের পরিকল্পনা শুধু হিজবুল্লাহ করেছে।টেলিভিশনে দেয়া ভাষণে এ বক্তব্য দেন তিনি।সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো এ অভিযানে লেবানন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হয়েছে।

তিনি একে লেবাননের অভ্যন্তরীণ বিষয় অভিহিত করে বলেন, লেবাননের বাইরের কোনো পক্ষ এতে জড়িত ছিল না।

এ অভিযানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লেবানন-সিরিয়া অভিন্ন সীমান্ত এলাকা দুর্গম ভৌগলিক অঞ্চল হিসেবে পরিচিত। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সন্ত্রাসী মুক্ত করে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয় সামরিক বাহিনীতে তার মিত্ররা বড় ধরণের বিজয় অর্জন করেছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের সামরিক বাহিনীর আত্মত্যাগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সত্যিকার অংশিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছে এ বাহিনী।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :