ফরিদপুরে চক্ষু শিবির অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৬:৫০

ফরিদপুরে বৃহস্পতিবার দিনব্যাপী শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের উদ্যোগে ডায়বেটিসে আক্রান্ত শিশুদের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ডায়বেটিস হাসপাতালের চক্ষু বিভাগে চক্ষু বিশেষজ্ঞ দল বিনামূল্যে এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।

সকাল ৯টায় এ কার্যক্রম উদ্বোধন করেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক ডা. সাইফুদ্দিন পিন্টু।

এ সময় আরো বক্তব্য রাখেন- ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণ কুমার বিশ্বাস, হাইওয়ে পুলিশের এসপি সাজিদ হাসান, অরবিস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আলাউদ্দিন আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাহাত আনোয়ার চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, এই কার্যক্রমের মাধ্যমে প্রায় দুইশ বিশেষায়িত শিশুদের বিনামূল্যে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :