জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই নারী নিহত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ০০:০০

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত এক নারীর শিশু সন্তানহসহ আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে বেতমারীর তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতমারী তলাতলা মোড়ে মেলান্দহের দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে ইসলামপুর অভিমুখে যাওয়া সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রুমা (৪০) ও হাসপাতালে নেয়ার পথে স্বপ্না (৩৫) মারা যান। এসময় নিহত স্বপ্নার ১০ বছরের শিশুকন্যা ইতিসহ তিনজন আহত হয়। ছাতু মিয়ার স্ত্রী নিহত রুমার বাড়ি ইসলামপুরের মুখশিমলা গ্রামে ও সিদ্দিক মিয়ার স্ত্রী নিহত স্বপ্নার বাড়ী রুহের কান্দা গ্রামে।

স্বপ্নার স্বামী সিদ্দিক মিয়া জানান, প্রাইভেট প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতালের স্বাস্থ্যকর্মী রুমার সাথে তার গর্ভবতী স্ত্রী স্বপ্না চেকআপ করতে জামালপুর এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মঞ্জুরুল করিম খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :