বিল গেটসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ০৯:২৮

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী হলেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেভ বেজস। প্রথমবারের মতো সম্পদের পরিমাণ ৯ হাজার কোটি ডলার ছাড়ানো বেজস পেছনে ফেললেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে।

বেজোস যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

চলতি বছরের প্রথমভাগে ফোর্বস ঘোষিত সর্বশেষ শীর্ষ ধনীর তালিকাতে শীর্ষ ধনীর খেতাব থেকে পাঁচ বিলিয়ন ডলার দূরে ছিলেন বেজোস। কিন্তু ফোর্বসের এবারের জরিপে গেটসকে হঠিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হলেন অ্যামাজনের বর্তমান সিইও জেফ বেজোস। ৫৩ বছর বয়সী বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা।

ফোর্বস জানায়, বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে গেলে বিল গেটসের চেয়ে ৭০০ মিলিয়ন ডলার বেশি অর্থের মালিক হয়ে যান বেজোস। এর ফলে বিল গেটসের চেয়ে ৫০ কোটি ডলার এগিয়ে যান তিনি। বেজোস অ্যামাজানের ১৭ শতাংশ শেয়ারের মালিক। যার মূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি।

১৯৬৪ সালে মেক্সিকোর আলবার্কে জন্ম হয় বেজোসের। ১৯৯৪ সালে জেফ বেজোসের হাত ধরে অ্যামাজনের যাত্রা শুরু হয়েছিল। শুরুতে কোম্পানিটি অনলাইনে বই বিক্রি করত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ডালপালা মেলে কোম্পানিটির। বর্তমানে অ্যামাজন ইন কর্পোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে ফোর্বস বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের সম্পদের তালিকা করা শুরু করে। সেই তালিকায় বিশ্বের শীর্ষ ধনীর তকমা পাওয়া সপ্তম ব্যক্তি হলেন জেফ বেজস। বিল গেটস ও ওয়ারেন বাফেটের পর তৃতীয় মার্কিনি হিসেবে তিনি শীর্ষ ধনীর খেতাব পেলেন।

ঢাকাটাইমস/২৮জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :