সিলেটে গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৬:০৮ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৬:০০

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন ধরে গেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এছাড়া আগুনে পুড়ে গেছে একটি মাইক্রোবাস, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় বিকট শব্দে গ্যাস লাইনের পাইপ ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিলেটের উপ পরিচালক রফিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো চেষ্টা করে। প্রথমদিকে আগুন নেভাতে বেগ পেতে হলেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে বেলা দুইটার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকায় আগুন লাগায় দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। আগুন নিভে যাওয়ার পর বাস চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/২৮জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :