সিপিএলের পর মিরাজের চোখ আইপিএলে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:২৫ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৬:১৩
ফাইল ছবি

প্রথমবারের মত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত এই টাইগার সেনসেশন। একবুক আশা আর স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন মিরাজ।

যাবার বেলায় বলে গেলেন সিপিএলে ভালো করে আইপিএলের পথটা পাক্কা করতে চান। ‘সিপিএলে ভালো পারফর্ম করতে চাই। যেটা আমাকে আইপিএলে খেলতে সাহায্য করবে। অবশ্য সে সুযোগের জন্য আমাকে অপেক্ষায় করতে হবে।’

সাকিব, মাশরাফী, তামিম এরা দেশের বাইরে এমন লিগে খেলেছেন কিন্তু মিরাজের যে এবারই প্রথম। তাই আসরটাকে অভিজ্ঞতার ঝুলি ভারী করার উপলক্ষ হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। ‘সিপিএল আমার জন্য অনেক কিছু শেখার। যে অভিজ্ঞতা টি-টোয়েন্টি ক্রিকেটে কাজে লাগবে।’

সাকিব আল হাসান সিপিএল খেলছেন অনেক আগ থেকেই। সাকিব ইতোমধ্যে মিরাজকে কিছু পরামর্শ দিয়েছেন। যেটা অনুসরণ করলে নাকি ধরা দেবে সফলতা। ‘সাকিব ভাই বলেছেন উইকেটে বেশ টার্ন রয়েছে। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানকে বিপাকে ফেলা যাবে।’

ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান মিরাজ। তার সঙ্গে দেখা হলে কি করবেন জানালেন সে কথাও। ‘শাহরুখ খানের পাশে বসা সত্যিই রোমাঞ্চকর। ওনার সাথে দেখা হলে খুব সম্ভবত আমি যেটা করবো, একটা সেলফি তুলবো।’

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন। এজন্য রোমাঞ্চিত মিরাজ। ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর দিকে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি। আমার জন্য এটা বড় সুযোগ। দারুণ অভিজ্ঞতা হবে। নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ওখানে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। কিন্তু এবার আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় ত্রিনবাগো। মিরাজ সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটারদের। এসব তারকাদের সতীর্থ হতে পেয়ে আনন্দিত মিরাজ। ‘তারা বড় মানের খেলোয়াড়। ওদের সঙ্গে থাকাটা আমার জন্য বিরাট ব্যাপার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

এদিকে সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন সাকিব-মিরাজ। তবে অস্ট্রেলিয়া দল না আসলে পুরো টুর্নামেন্টই খেলে আসতে পারবেন তারা। ৪ আগস্ট মিরাজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট।

৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পঞ্চম আসর। যেখানে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। যদিও এ বছর নিলামে নাম ছিল আরও চার বাংলাদেশি ক্রিকেটার-তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের। কিন্তু দল পাননি তাদের কেউই। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস।

(ঢাকাটাইমস/২৮জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :