শাহরুখের সঙ্গে সেলফি তোলার শখ মিরাজের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৬:৩১
ফাইল ছবি

প্রথমবারের মত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই টাইগার সেনসেশন। দেখা হলে দলটির মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে চাইবেন মিরাজ। ‘শাহরুখ খানের পাশে বসা সত্যিই রোমাঞ্চকর। ওনার সাথে দেখা হলে খুব সম্ভবত আমি যেটা করবো, একটা সেলফি তুলবো।’

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন। এজন্য রোমাঞ্চিত মিরাজ। ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর দিকে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি। আমার জন্য এটা বড় সুযোগ। দারুণ অভিজ্ঞতা হবে। নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ওখানে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। কিন্তু এবার আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

সাকিব, মাশরাফী, তামিম এরা দেশের বাইরে এমন লিগে খেলেছেন কিন্তু মিরাজের যে এবারই প্রথম। তাই আসরটাকে অভিজ্ঞতার ঝুলি ভারী করার উপলক্ষ হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। ‘সিপিএল আমার জন্য অনেক কিছু শেখার। যে অভিজ্ঞতা টি-টোয়েন্টি ক্রিকেটে কাজে লাগবে।’

অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় ত্রিনবাগো। মিরাজ সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটারদের। এসব তারকাদের সতীর্থ হতে পেয়ে আনন্দিত মিরাজ। ‘তারা বড় মানের খেলোয়াড়। ওদের সঙ্গে থাকাটা আমার জন্য বিরাট ব্যাপার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পঞ্চম আসর। মিরাজ ছাড়াও এ বছর নিলামে নাম ছিল আরও চার বাংলাদেশি ক্রিকেটার-তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের। কিন্তু দল পাননি তাদের কেউই। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস।

এদিকে সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন সাকিব-মিরাজ। তবে অস্ট্রেলিয়া দল না আসলে পুরো টুর্নামেন্টই খেলে আসতে পারবেন তারা। ৪ আগস্ট মিরাজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট।

(ঢাকাটাইমস/২৮জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :