অভয়নগরে ইউএনওর নেতৃত্বে ‘জলসভা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৭:৩০

যশোরের অভয়নগর উপজেলায় আয়োজিত হয়েছে অভিনব এক আলোচনা সভা। টানা ভারী বর্ষণে পানিতে ডুবে থাকা নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাসিক সভা হয়েছে হাঁটু জলের মধ্যে।

তবে মাসিক সভাকে নবতর রূপদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব ও অপরিকল্পিত শিল্পায়ন প্রতিরোধে সচেতনতামূলক সভায় পরিণত হয় এ উদ্যোগ।

এ সভায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি রবিন অধিকারী, নওয়াপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ সকল শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

এর আগে দেশের বাইরে পানির নিচে সভা হয় মালদ্বীপে। তবে দেশে পানির মধ্যে এ ধরণের সভার উদ্যোগ প্রথম।

সভার তাৎপর্য নিয়ে মনদীপ ঘরাই বলেন, ‘সামনের দিনগুলো দুর্যোগের সাথে লড়াইয়ের।যন্ত্র আর নগর আগলে প্রকৃতিকে দূরে সরিয়েছি আমরা।প্রকৃতির সে মান ভাঙাতে হবে সবার মিলিত প্রচেষ্টায়’।

ঢাকাটাইমস/২৮জুলাই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :