ভারতে সাজা ভোগ করে দেশে ফিরল আট যুবক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৪১ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৮:৪০

ভারতে চার বছর কারাভোগের পর আট যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার বিকালে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা যুবকদের বাড়ি খুলনা ও নড়াইল জেলায়।

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব জানান, সাড়ে চার বছর আগে এসব যুবককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে দালালরা যুবকদের মুম্বাই শহরে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের চার বছর কারাবাসের নির্দেশ দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে আজ তাদের বাংলাদেশ ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, কাগজপত্রের কাজ সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/জেডিএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :