‘উন্নয়নের সুফল চাইলে আবার ক্ষমতায় আনুন’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ০০:১১

বাংলাদেশের অগ্রযাত্রায় সুফল পেতে চাইলে ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার রাত সোয়া নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা দলীয় কার্যলয় উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশের লাভ হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাঙালি জাতি যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে সে সংগ্রামই চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্ব মর্যাদার আসনে আছে। বাংলাদেশের অগ্রযাত্রায় যদি সুফল পেতে চান তাহলে আগামী ২০১৯ সালের একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পাচ্ছে উল্লেখ করে এ সময় আইনমন্ত্রী বলেন, তার চৌকস ও সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন। বাংলাদেশ এখন তলা বিহীন ঝুলি নয়।

এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে নিজের প্রার্থীতা প্রকাশ করে নৌকার মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শামছুজ্জামান, মেয়র তাকজিল খলিফা।

মন্ত্রী পৌরসভায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে ৫০টি সেলাই মেশিন তুলে দেন।

এর আগে মন্ত্রী সন্ধ্যায় জেলা পরিষদ ডাক বাংলোর ভিত্তিপ্রস্থর স্থাপন, উপজেলা পরিষদ মিলনায়তনের সংস্কার কাজ ও ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়ার আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :