পাবনায় সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবির ডিন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:২৭ | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ০৯:২৮

পাবনার সাঁথিয়া উপজেলায় বাস খাদে পড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ছনদা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ কবিরের বাড়ি ঢাকার আরামবাগে। তার বাবার নাম ইমাম আহমেদ। তিনি পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রাতে ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল সরকার ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৭৪) একটি বাস। সাঁথিয়া উপজেলার ছনদা ব্রিজ এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে দুইজন আহত হন।

খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বেড়া থানায় ছুটে যান নিহত রাশেদ কবিরের স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা।

ঢাকাটাইমস/২৯জুলাই/কেকেবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :