ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘চোরাকারবারী’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ১১:৫৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে, যিনি মাদক চোরাকারবারে জড়িত বলে দাবি করছে পুলিশ। তার নাম ইউসুফ মিয়া।

নিহত ইউসুফ কুটির মাইচকার গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে ইউসুফকে তারবাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা থেকে ৯০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাত দুইটার দিকে মাদক উদ্ধার করতে কুটি কাঠের পুল নামক স্থানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে ইউসুফ ঘটনাস্থলেই মারা যান।

আত্মরক্ষার জন্য পুলিশ কয়েক রাউন্ড গুলি ব্যবহার করে। পরে ঘটনাস্থল থেকে আরও ৪৫ কেজি গাঁজা, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়। তারা হলেন- উপপরিদর্শক মো. মনির হোসেন, কন্সস্টেবল ইব্রাহিম, নাজির ও নজরুল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :