ছাত্রকে পেটানোর অভিযোগ স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ১৭:১১

স্কুলের মাঠে খেলার সময় চতুর্থ শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাতকে মারধরের অভিযোগ ওঠেছে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীচরের বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত ছাত্রের বাবা বাদল মাতবর।

ইয়াসিন আরাফাতের বাবা বাদল মাতবর বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে স্কুলের সামনে খেলছিল। তখন ওই স্কুলের সভাপতি মহিউদ্দিন বাঁশ দিয়ে আমার ছেলেকে মারধর করেন। তার গায়ে মারের চিহ্ন রয়েছে। খবর পেয়ে আমার স্ত্রী আয়েশা আক্তার স্কুলে গিয়ে কী কারণে আমার ছেলেকে মেরেছেন তা জানতে চান। ওই সময় মহিউদ্দিন বলেন, মেরেছি ভালো করেছি, যা তোর কোনো বাবা থাকলে ডেকে নিয়ে আয়।’

বাদল মাতবর বলেন, ‘মহিউদ্দিন প্রায়ই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলা করার কারণে মারধর করেন। উনি স্থানীয় বিধায় কেউ তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না।’ কোন শিক্ষক এসব অন্যায়ের প্রতিবাদ করলে তিনি তার ক্ষমতা দিয়ে তাদেরকে অন্যত্র বদলি করে দেন।

বাদল মাতবরের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার চরভদ্রাশনে। কামরাঙ্গীচরের দক্ষিণ মুন্সীহাটির নদীর পাড়ে জমি কিনে তিনি বাড়ি করেছেন। কাজ করেন নিউমার্কেটের ফুটপাটের একটি দোকানে। তার একমাত্র ছেলের ওপর নির্যাতনের অভিযোগ এনে তিনি কামরাঙ্গীচর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন ফকির ঢাকাটাইমসকে বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা তদন্ত করতে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে বক্তব্য জানতে স্কুল কমিটির সভাপতি মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :