একীভূত হওয়ার লাইসেন্স পেল রবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ২০:৪৭

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে একীভূত কোম্পানি হিসেবে কাজ করার লাইসেন্স তুলে দিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাইসেন্স প্রদানের এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি উপস্থিত ছিলেন।

উচ্চ আদালতের অনুমোদনের ভিত্তিতে ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) একীভূত কোম্পানি রবি হিসেবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। রবি’র একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এয়ারটেল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘দেশের সবচেয়ে বড় একীভূতকণের ঘটনাটি টেলিযোগাযোগ খাতে হয়েছে বলে আমরা আনন্দিত। একীভূতকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনেরই প্রতিচ্ছবি। আমাদের বিশ্বাস, একীভূত কোম্পানি রবি আরও বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’

বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘দেশের সবচেয়ে বড় একীভূতকরণ সফলভাবে সম্পন্ন করার জন্য রবি পরিবারকে আমি ধন্যবাদ জানাই। একীভূতকরণের পুরো প্রক্রিয়াজুড়ে আন্তরিক সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে রবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ।’

(ঢাকাটাইমস/২৯জুলাই/এজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :