মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা, আহত ৯

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ২২:১৯

মৌলভীবাজারের সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের বনকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় দখলকারীরা। এ সময় আত্মরক্ষায় বনকর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় উভয়পক্ষের নয়জন আহত ও দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রুমেল মিয়া ও রুমান মিয়া।

আহতরা হলেন- বনকর্মী আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, শেখ শাহরিয়া, সুব্রত সরকার। দখলকারীদের মধ্যে আহতরা হলেন- আশিক মিয়া, মোসতুরা খাতুন, রেজিয়া বেগম ও রুমন আহমদ।

আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে গোমরা এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভা চলছিল। সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা আশিক মিয়ার নেতৃত্বে কিছুলোক উপস্থিত হয়ে বনকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আত্মরক্ষার্থে বনকর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে নয় জন আহত হন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান, খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :