শেরপুরে বন্যহাতির হামলায় যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১৬:১৬

শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনি গ্রামে বন্যহাতির হামলায় এক আদিবাসী যুবক মারা গেছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত পলোদফ সাংমা (৩৮) ওই গ্রামের রনেন কুবির ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের ছোট গজনি এলাকায় খাবারের সন্ধানে প্রায় ৫০/৬০টির একদল বন্যহাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। এসময় হাতির দল ওই গ্রামের রনেন কুবির ঘরের পাশের শিমুল আলু ক্ষেতে নেমে আলু খাওয়া শুরু করে এবং ক্ষেত পা দিয়ে মাড়িয়ে নষ্ট করতে থাকে। এ সময় পলোদফ সাংমা হাতি তাড়াতে গেলে দলের একটি হাতি দৌড়ে এসে তাকে শুর দিয়ে পেঁচিয়ে আছাড় দেয় ও পায়ে পৃষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :