চাঁদপুরে মাদক বহনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১৬:৪২

চাঁদপুরে গাঁজা বহনের অপরাধে মো. বাবুল মৃধা (৩০) নামে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত বাবুল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার খপড়া ভাঙা গ্রামের মো. তাজুল ইসলাম মৃধার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে শহরের বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রী ছাউনীর পাশে বোগদাদ পরিবনের একটি বাসে তল্লাশি করে ব্যাগে থাকা ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা করে।

সরকারপক্ষের আইনজীবী সাইয়্যেদুল ইসলাম বাবু বলেন, মামলাটি তিন বছর চলমান থাকা অবস্থায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি বাবুল মৃধার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :