শেরপুরে বিরল প্রজাতির পাহাড়ি সাপের সন্ধান

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১৭:২৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামে শনিবার সন্ধ্যায় বিরল প্রজাতির প্রায় সাড়ে ১২ ফুট লম্বা এক পাহাড়ি সাপের সন্ধান পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী জাহিদ মিয়া জানান, সাপটি গভীর জঙ্গল থেকে পানি পানের জন্য পাশের ধান ক্ষেতে নেমে আসে। ওই সময় কালাপানি গ্রামের উকিল মিয়ার বাড়ির কাছে আবু সাইদ নামের জনৈক ব্যক্তি মাঠে ঘাস কাটতে যান। তার আড়ালে পেছন দিক থেকে সাপটি যখন ফুঁস করে শব্দ করে তখন তিনি টের পান। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

কেউ কেউ বলছেন এটি একটি বিরল প্রজাতির সাপ। আবার প্রবীণরা বলেছেন এটি দাঁড়াস সাপ। এ নিয়ে এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :