নওগাঁয় মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১৮:১৭

নওগাঁয় মাদকের মামলায় একজন মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নওগাঁ’র অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রমান রবিবার দুপুরে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আব্দুর রহমান (৩৫)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গন্ধশাইল গ্রামের মো. গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার এজাহারকারী নওগাঁ ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মাহমুদ-উন-নবী জানিয়েছেন, ২০১৪ সালের ১৫ অক্টোবর আসামি আব্দুর রহমান মোটরসাইকেল যোগে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে নওগাঁ’র দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জলছত্র মোড় নামক স্থানে তাকে থামতে সংকেত দেয়া হয়। তিনি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়। তার শরীরে বিশেষভাবে রাখা পলিথিনের প্যাকেটে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে মান্দা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর টেবিলের ১ (খ) ধারায় আসামি দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেন।

প্রসিকিউশন পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল বাকী এবং আসামিপক্ষে মামলাটি পরিচালন করেন মো. মঞ্জুরুল হক।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :