‘অ্যাকর্ড-অ্যালায়েন্সে অস্তিত্ব সংকটে পোশাক শিল্প’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:২৩ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ২২:৩৫

বাংলাদেশের পোশাক খাতের ‘খবরদারি’তে নিয়োজিত দুই প্রতিষ্ঠান অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিড়ম্বনায় দেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের পথে যাচ্ছে বলে দাবি করেছেন এই খাতের ব্যবসায়ীরা। তাদের মতে, দেশের পোশাক শিল্প আজ যে সংকটের মধ্যে আছে এর জন্য অন্যতম দায়ী অ্যাকর্ড-অ্যালাইন্স। তাদেরকে রানা প্লাজা ধসের পর দেশে আনা হয়েছিল কেবল ত্রুটিগুলো দেখার জন্য। অথচ তারা এখানে অযাচিতভাবে খবরদারি করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক জরুরি সাধারণ সভায় ব্যবসায়ী নেতারা এসব বলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে দেশে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সংকট কাটাতে ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এ অনুমোদন দেয়া হয়। যার মেয়াদ ২০১৮ সালের ৩১ মে শেষ হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) অ্যাকর্ডকে বাংলাদেশে আরও তিন বছর কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেয়। অ্যালায়েন্সও একই পথে হাঁটছে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির নেতা আছেন তারা বিদেশে গিয়ে লাল, নীল পানি খান, আর আমাদের পোশাক শিল্পের নামে বদনাম ছড়ান।’ ব্যবসায়ীরা ভ্যাট নিয়ে সংকট যেভাবে সমাধান করেছিলেন ষড়যন্ত্রকারীদেরও সেভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। এজন্য ব্যবসায়ীদের একত্রিত হওয়ার আহ্বান জানান এই নেতা।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা প্লাজা ধসে অ্যাকর্ড অ্যালায়েন্স গঠনের পরে শত কোটি টাকা খরচ করেও আমাদের কোনো উন্নতি নেই। এর জন্য আমাদের মনে অনেক কষ্ট। কারখানা নিরাপত্তায় আমরা অনেক উন্নতি করার পরেও আমাদের অবস্থান পঞ্চম। অথচ বিশ্বের গ্রিন কারখানার তালিকায় প্রথম ১০টির মধ্যে সাতটি বাংলাদেশে। আরও ৬৬টি পাইপলাইনে আছে। আমাদের থেকে চীন, ভারত, ভিয়েতনাম অনেক খারাপ থাকার পরেও তারা আমাদের চেয়ে বেশি নাম্বার পায়।’

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমাদের দেশের পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে। কিছু এনজিও এবং শ্রমিক নেতা নামধারীরা বিদেশে গিয়ে আমাদের শিল্পের বদনাম করছেন। তারা এই শিল্পকে শেষ করতে চান।’ তিনি বলেন, ‘আমাদের দেশে গার্মেন্টস বড় খাত। ৮২ শতাংশ ফরেন কারেন্সি আসে। এটি এখন জাতীয় সম্পদ। তাই ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকেও এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

রপ্তানি সমস্যা নিয়ে তিনি বলেন, ‘আমাদের সাবেক সভাপতিরা পোর্টের সক্ষমতা বাড়ানোর জন্য কর্তৃক্ষকে একের পর এক চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে আমাদের পোর্টে পণ্য খালাসে এক মাস লাগলেও অন্য দেশ ১৬-১৭ দিনে তা সম্পন্ন করে। ফলে ব্যবসায় আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে।’

বাংলাদেশ রপ্তানি সমিতির সভাপতি ও সাবেক বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘রপ্তানিতে গত ১৫ বছরে এবারই প্রথম দেশে এত কম গ্রোথ হয়েছে। এর কারণ হলো টাকার দরপতন, বৈশ্বিক রাজনীতি, পণ্যের দরপতন। ভারত জ্বালানি তেলের দাম ২২ বার পরিবর্তন করেছে। কিন্তু আমাদের দেশে এর দাম তেমন পরিবর্তন হয়নি। সামনে আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই আমাদের রপ্তানি গ্রোথ কমবে। এটাই বাস্তবতা।’

মুর্শেদী বলেন, ‘আমি অ্যাকর্ড, অ্যালায়েন্স নিয়ে কোনো কথা বলবো না। তবে যেসব কারখানা তাদের সঙ্গে আছে তাদের মনে অনেক ব্যথা জমে আছে। তাদের নানাভাবে হেনস্থা হতে হয়েছে।’ তিনি বলেন, ‘আরেকটা বিষয় হলো আমাদের দেশে কোনো রপ্তানি মুদ্রানীতি নেই। এটা থাকলে ব্রেক্সিটের পরে বিদেশি মুদ্রার যে দরপতন হয়েছে তখন ব্যবসায়ীরা অনেক সুবিধা পেত। তাই দেশে রপ্তানি মুদ্রানীতি খুবই প্রয়োজন।’

বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, ‘একজন মালিক হিসেবে আমি অস্তিত্ব সংকটে আছি। অ্যাকর্ড ও অ্যালায়েন্স এর ধাক্কা আমাদের সংকটে ফেলে দিচ্ছে। শত কোটি টাকা খরচ করেও তাদের মনকে তুষ্ট করা যাচ্ছে না। তাদের শর্ত মানতে গিয়ে আমাদের খরচ যেভাবে বাড়ছে সেভাবে ব্যবসা নেই। তাই এখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।’

ব্যবসায়ী এই নেতা বলেন, ‘আগামী ২-৩ বছর প্রণোদনা দিতে হবে। কারণ আমাদের খরচ অনেক বেড়ে গেছে। জ্বালানির দাম বাড়ছে। এটা না করা হলে আমরা টিকতে পারবো না।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :