বিচারপতি ফজলুল হকের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১০:০৪

তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের করা লিভ টু আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে মামলাটির পরবর্তী কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ সোমবার এই আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘বিচারপতি ফজলুল হকের লিভ টু আপিল গ্রহণ করেছেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন।’

তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিল চেয়ে বিচারপতি ফজলুল হকের করা আবেদন চলতি বছরের ১৫ মার্চ খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিচারপতি ফজলুল হক। শুনানি শেষে আদালত তার আপিল গ্রহণ করেছে একইসঙ্গে বিচারিক আদালতে যাবতীয় কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

খুরশীদ আলম খান জানান, দুদকের নোটিসের জবাবে বিচারপতি ফজলুল হক সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, সেখানে প্রায় ৯৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পেয়ে এই মামলা করা হয়। তদন্তে দেখা যায়, ঘোষিত আয়ের বাইরে ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জন করেছেন। পরে এই দুটি অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের ১৪ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। বিচারকি আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

আদালত সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এই মামলা করে দুদক। ২০১০ সালের সেপ্টেম্বরে হাই কোর্ট মামলার কার্যকারিতা স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগে স্থগিতাদেশ উঠে যায়।

ঢাকাটাইমস/৩১জুলাই/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :