অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৫:১৯

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বকরিপাড়া গ্রামের মো. দুরুল হোদার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর বেলপাড়া গ্রামের জেএমবি সদস্য সেলিমের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়িটি থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ তাকে আটক করে।

এ ঘটনায় সদর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই ) শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :