এসারের নতুন গেমিং ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৬:২৬

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার নতুন একটি গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে। মডেল নিট্রো ৫। ভারতের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ৭৫ হাজার ৯৯০ রুপিতে।

ল্যাপটপটি মেট ব্ল্যাক চেসিসে তৈরি। এতে আছে সেভেন জেনারেশনের ইনটেল কোর আই ৭ প্রসেসর। কোরআই ৫ প্রসেসেরও ল্যাপটপটি পাওয়া যাবে।

গেমিং সিরিজের নতুন ল্যাপটপটিতে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৫০/১০৫০টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। ১৬ জিবি র‌্যাম সমৃদ্ধ ল্যাপটপটিতে ফাস্ট এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে। এতে ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে।

আসুসের নতুন ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।

সাউন্ডের জন্য আছে ডলবি অডিও প্রিমিয়াম এবং এসার ট্রু হারমনি টেকনোলজি। কুলিংয়ের জন্য আছে ডুয়েল ফ্যান সমৃদ্ধ এসার কুলবুস্ট টেকনোলজি।

কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি ৩.১ টাইপ সি, ইউএসবি টাইপ ৩.০, পাওয়ার অফ চার্জিং,ইউএসবি টাইপ ২.০ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :