ভৈরবে দুই মণ পোনা মাছ জব্দ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৬:৩২

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মণ মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত মাছের পোনার মধ্যে রয়েছে নলা, বোয়াল, রুই, গণিয়া ও কালিয়া মাছ।

সোমবার সকালে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পৌর এলাকার ফেরিঘাট মীনা বাজার ও গাছতলা ঘাট এলাকার গাছতলাঘাট বাজার অভিযান চালিয়ে এসব মাছের পোনা জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা রিপন কুমার পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর এলাকায় ফেরিঘাট বাজার ও গাছতলাঘাট যৌথ অভিযান চালিয়ে দুই মণ মাছের পোন জব্দ করা হয়। এছাড়াও ফেরিঘাট বাজারে মাছ ব্যবসায়ী সেন্টু মিয়াকে পাঁচ হাজার, কামালকে এক হাজার টাকা ও গাছতলাঘাট এলাকার মাছ ব্যবসায়ী জিল্লুকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্য মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাছের পোনা বিক্রি না করার অঙ্গীকার নেয়া হয়। পরে সব মাছ ব্যবসায়ী মাছের পোনা ক্রয়-বিক্রয় না করার প্রতিশ্রুতিবদ্ধ হন।

অটককৃত পোনামাছ হাজী আসমত আলী এতিমখানা মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের জন্য বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :