কুমিল্লায় বিএনপির ছয় নেতাকর্মী জেলহাজতে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৬:৩৮

বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধ আইনে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য মো. রদিউল আলম মুন্সিসহ বিএনপির ছয় নেতাকর্মী আত্মসমর্পণের পর তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে তারা আত্মসমর্পণ করেন।

বিচারক জেবুন্নেচ্ছা মামলার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান জানান, ২০১৩ সালে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধ আইনে মুরাদনগর থানা পুলিশের দায়ের করা জিআর ৪৩৪, ধারা ১২/১৬ মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তারা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য মো. বদিউল আলম মুন্সি, উপজেলা বাবুটি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন মুন্সি আজম, মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আকুবপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহবুব আলম ও বিএনপি নেতা কফিল উদ্দিন।

প্রসঙ্গত, ২০১৩ সালে সরকার পতনের আন্দোলনের সময় বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মুরাদনগর থানা পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় আসামিরা সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :