শ্রীপুরে খাল-জলাশয় উদ্ধারে রুল জারি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৬:৪৭

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তিনটি সরকারি খাস জলাশয় উদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাসের বেঞ্চে এ আদেশ দেন।

আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে উপজেলার ভাংনাহাটি গ্রামের ফকিরা গ্রুপের গ্রিণ ভিউ রিসোর্ট, মাওনা উত্তরপাড়া গ্রামের নোমান গ্রুপের জাবের স্পিনিং মিলস্, টেপিরবাড়ী গ্রামের স্ট্যান্ডার্ড গ্রুপের দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তিনটি খাস পুকুর ইজারা বাতিল করে কেন পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার জবাব দিতে বলা হয়েছে।

শ্রীপুরের এই তিনটি জলাশয় উল্লেখিত শিল্প প্রতিষ্ঠানগুলো ইজারা নিয়ে দখল পূর্বক ভরাট করায় শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. হারুন অর রশিদ ফরিদ বাদী হয়ে ২৪জুলাই ওই রিট আবেদনটি করেন। রিট আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. পঙ্কজ কুমার কুন্ডু।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :