১১ দফা দাবিতে বরিশালে শিক্ষকদের মহাসমাবেশ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৬:৫৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক পাঁচভাগ প্রবৃদ্ধিসহ ১১ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে বিভাগীয় মহাসমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।

সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বানে সকল স্কুল-কলেজ-মাদ্রাসায় দিনভর কর্মবিরতি পালন এবং বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- বৈশাখী ভাতা প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদন, বাড়ি ভাড়া প্রদান, অবসর ও কল্যাণ তহবিলের নামে বেতনের ৪ ভাগ কর্তনের গেজেট বাতিল এবং শিক্ষা জাতীয়করণ করা। নগরীর অশি^নী কুমার হলে সংগঠনের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তারা তাদের যৌক্তিক দাবীসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একই দাবীতে মিছিল সহকারে জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-কর্মচারী নেতারা।

(ঢাকাটাইমস/৩১জুলাই/টিটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :