দাফনের চার মাস পর লাশ উত্তোলন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৭:০০

আদালতের নির্দেশে দাফনের প্রায় চার মাস পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মমি আক্তার নামে এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডি পুলিশ তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের পরিবার জানায়, উপজেলার লকনাহার গ্রামের বেলাল হোসেনের পুত্র মেহেদী হাসানের সঙ্গে ২০১১ সালের মার্চ মাসে রুনিহালী গ্রামের দিনমজুর মমতাজের কন্যা মমি আক্তারের বিয়ে হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের কারণে স্বামী মেহেদী মমিকে প্রায় মারধর করত। গত ১১ এপ্রিল মঙ্গলবার মমিকে ঘরে আটকিয়ে বেদম প্রহার করলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। এমতাবস্থায় মমির বাবাকে ফোন করে জানানো হয় তার মেয়ে ডায়রিয়ায় মারা গেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মমির বাবা জেলা আদালতে হত্যা মামলা করেন।

ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ জামানের উপস্থিতিতে মমির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :