তেওতায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৭:৩৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার বিকেলে তেওতা ইউনিয়নের ষাইটঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর। তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি নিহাল শেখের সভাপতিত্বে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত বেপারী লাবলু, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় বিএনপির নেতা জিন্নাহ কবীর বলেন, এক শ্রেণির নামধারী নেতা আছেন যারা বিএনপির মধ্যে থেকে কাজ করে আওয়ামী লীগের হয়ে। এসব মুষ্টিমেয় নেতা এখনো দলের মধ্যে ঘাঁপটি মেরে আছেন।

তিনি বলেন, অনেক নেতা আছেন যারা দাবি আদায়ে রাজপথে মিছিল মিটিং না করে নিজেদের ড্রয়িং রুমে বসে পেছনে ব্যানার সাঁটিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। এসব লোক কখনোই দলের ভাল চায় না। এদের দ্বারা নির্দলীয় সরকারের দাবি আদায়ের আন্দোলন সম্ভব না। এদের চিহ্নিত করে তাদের মুখোশ খুলে দিতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, সদস্য সংগ্রহের মাধ্যমে দল চাঙ্গা হয়ে ঔঠছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হলে বিএনপি বিজয় অর্জন করে আবার ক্ষমতায় আসবে।

পড়ে সভা শেষে নেতৃবৃন্দরা তেওতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহের ফরম তুলে দেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :