‘আ.লীগ এখন নিজেদের ছায়া দেখেও ভয় পায়’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ১৮:৪৪

বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আওয়ামী লীগ মুখেই শুধু গণতন্ত্রের কথা বলে। তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। আওয়ামী লীগের গণতন্ত্র মানে- ভাওতাবাজি গণতন্ত্র। তাদের কাছে গণতন্ত্র বলে কিছু নেই।

সোমবার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ওই নেতা আরো বলেন, আওয়ামী লীগের বর্তমান অবস্থা ভয়াবহ। তারা এখন শুধু বিএনপিকেই নয়, নিজেদের ছায়া দেখলেও ভয় পায়। দেশে আইনের শাসন নেই বলেই তারা যা ইচ্ছে তাই করছে। আওয়ামী লীগের দুঃশাসনে দেশের কোন মানুষই শান্তিতে নেই। মানুষকে ভয়ের মধ্যে রেখে তারা দেশ পরিচালনা করছে।

বিএনপিপন্থী আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আসাদুর রহমান খান মিলু।

অনুষ্ঠানে অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ আলী মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলজার হোসেন মৃধা, অ্যাড. গোলাম রব্বানী রতন, অ্যাড. আশোতোষ টীকাদার, অ্যাড. মামুনুর রশিদ প্রমুখ।

পরে আইনজীবীদের মধ্যে নতুন সদস্য ফরম বিতরণের মধ্যদিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় জেলা বারের আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :