নেত্রকোণায় বালু ব্যবসায়ী হত্যায় একজনের ফাঁসি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ২০:৪৯

নেত্রকোণায় দুর্গাপুরে বালু ব্যবসায়ী নূরুল ইসলামকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে নেত্রকোণার জেলা ও দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এই আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- জেলার পূর্বধলা উপজেলার নাটেরকোনা এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২৪)। আর নিহত বালু ব্যবসায়ী নুরুল কক্সবাজারের চকরিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমি এলাকার উৎরাইল বাজারের বিচিত্রা গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে গত বছরের ১ এপ্রিল খুন হন নুরুল ইসলাম। পরে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ওই দিনই মামলা দায়ের করেন নিহতের ভাই মো. সেলিম মিয়া। ঘটনার দিন সকালে পূর্ব পরিচিত রনি ৫০০ টাকা চাইলে নুরুল তাকে ৫০ টাকা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে নুরুলকে গলা কেটে হত্যা করে রনি। পুলিশ রনিকে দায়ী করে গত জানুয়ারি মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, আদালতের পাবলিক প্রসিকিউটর জি এম খান পাঠান বিমল।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :