মানিকগঞ্জে আ.লীগের প্রয়াত এমপির মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ২২:৪৮

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রয়াত সায়েদুর রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয়।

মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দিপক কুমার ঘোষ, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল কুদ্দুস, কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী, শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক লালন ফকির, দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত অধ্যক্ষ সায়েদুর রহমান ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে খেলাধুলায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এছাড়া প্রয়াত সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সৈনিক থাকায় তৎকালীন মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করে মানুষের ভালবাসা অর্জন করেন। তার ছেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয় বাবার মত এলাকায় উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করছেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :