‘দেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ এসেছে’

আসাদুজ্জামান
| আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১২:৫৬ | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ০৮:৩১

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। এজন্য দেশে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট যৌথভাবে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বিজয়ী নারী মিস ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা হয় আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আসাদুজ্জামান

বাংলাদেশে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য কী?

স্বপন চৌধুরী: আমরা এর আগে দেশে বড় ধরনের বেশ কিছু ইভেন্ট পরিচালনা করেছি। এরই ধারাবাহিকতায় দেশের নারীদের নিয়ে আন্তর্জাতিক একটি ইভেন্ট আয়োজন করা। মিস ওয়ার্ল্ড একটি জনপ্রিয় প্লাটফর্ম। এই প্লাটফর্মে নিজ দেশের পোশাক ও সংস্কৃতি নিয়ে অংশ নেয়া যায়। এই কারণে আমি বেশি উৎসাহী। কেননা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ এসেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশেকে প্রতিনিধিত্ব করতে পারবো।

এই ধরনের প্রতিযোগিতা কি বাংলাদেশ এবারই প্রথম?

স্বপন চৌধুরী: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এবারই দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এটি মিস ওয়ার্ল্ডের একটি ফ্রাঞ্চাইজি। যদিও দেশে সুন্দরীদের নিয়ে অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু আন্তর্জাতিক প্লাটফর্মে অংশ নেয়ার সুযোগ এবারই প্রথম।

এই প্রতিযোগিতায় আপনাদের মটো বা থিমটা কী?

স্বপন চৌধুরী: বাংলাদেশ নারীর ক্ষমতায়ন চলছে। নারীদের নানা কাজে অংশগ্রহণ করার জন্য সরকার উৎসাহিত করছে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী একজন নারী। আমাদের কৃষিমন্ত্রীসহ মন্ত্রিসভায় বেশ কয়েকজন নারীর অংশ গ্রহণ রয়েছে। এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে নারী রয়েছেন। তাই আমরা আশাবাদী বিশ্বদরবারের এদেলের নারীরা অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। সেই থিম থেকেই এই আয়োজন করা।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর কোথায় বসছে?

স্বপন চৌধুরী: ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসবে চীনের সানাইয়া শহরে। সময়টা ১৮ নভেম্বর।

বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কয়জন নারী অংশগ্রহণের সুযোগ পাবেন?

স্বপন চৌধুরী: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একজন নারী অংশগ্রহণের সুযোগ পাবেন।

সেই একজন নারীকে কীভাবে বেছে নেয়া হবে?

স্বপন চৌধুরী: এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছি। ১৮ থেকে ২৭ বছর বয়সী যেকোনো নারী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে। যারা নিবন্ধন করবেন তাদের মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেয়া হবে। তারপর তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে কারা থাকছেন?

স্বপন চৌধুরী: হাতে যেহেতু সময় আছে তাই এখনো বিচারক প্যানেল চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলা যায়, যারা এই বিষয়ে অভিজ্ঞ ও যাদের সঙ্গে আমাদের ম্যাচ করে তাদেরই বিচারক হিসেবে নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে প্রতিযোগিতার ভাবগাম্ভীর্য বজায় রাখতে যারা পারবেন তাদেরকেই বিচারক হিসেবে বেছে নেয়ার জন্য চিন্তা ভাবনা করা হবে।

যেহেতু মিস ওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক প্লাটফর্ম তাই এর বিচারক প্যানেলে কি আন্তর্জাতিক বিচারক থাকবেন?

স্বপন চৌধুরী: অতিথি হিসেবে আন্তর্জাতিক বিচারক রাখা হতে পারে। এ নিয়ে চিন্তা ভাবনা চলছে।

ঢাকাটাইমসে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ

স্বপন চৌধুরী: ঢাকাটাইমসকে ও আপনাকে ধন্যবাদ।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

সাক্ষাৎকার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সাক্ষাৎকার এর সর্বশেষ

‘স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির স্বার্থে সরকারকে ভারসাম্যমূলক নীতি-উদ্যোগ গ্রহণ করতে হবে’: ড. আতিউর রহমান

প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল আর্মিরা ধরে নিয়ে যাবে: ফরিদা খানম সাকি

দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত: ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন

জন্ম থেকেই নারীদের যুদ্ধ শুরু হয়: নারী উদ্যোক্তা ফরিদা আশা

নারীরা এখন আর পিছিয়ে নেই

ভবন নির্মাণে সিটি করপোরেশনের ছাড়পত্র নেওয়ার নিয়ম করা উচিত: কাউন্সিলর আবুল বাশার

তদারকি সংস্থা এবং ভবন নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে: অধ্যাপক আদিল মুহাম্মদ খান

বেইলি রোডের আগুনে রাজউকের ঘাটতি রয়েছে: মো. আশরাফুল ইসলাম

নতুন করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে ভবন অনুমোদন দিতে হবে: ইকবাল হাবিব

বীমা খাতে আস্থা ফেরাতে কাজ করছি: আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

এই বিভাগের সব খবর

শিরোনাম :