নড়াইলের বাস ধর্মঘট দ্বিতীয় দিনে, দুর্ভোগ চরমে

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১১:১৪ | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১০:১৭
ফাইল ছবি

নড়াইল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার ওপর হামলার ঘটনায় নড়াইল-যশোর-খুলনাসহ জেলার আটটি রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে।

গতকাল সোমবার বিকাল থেকে বাস ধর্মঘট শুরু হয়। বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।

বাস মালিক সমিতির নেতারা জানান, নড়াইল-লোহাগড়া সড়কে জেএসএ গাড়ি (তিন চাকার গাড়ি) চলাচলে বাধা দেয়ার অভিযোগে সোমবার দুপুরে ওই সড়কের মালিবাগ মোড়ে কয়েকজন দুর্বৃত্ত আব্দুর রশিদ ও বাবুল মোল্যার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার প্রতিবাদে সোমবার নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

ওই সময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হকসহ নেতারা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ১০টায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথসভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকাটাইমস/১আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :