শোকাবহ আগস্টে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১০:২৩

শোকাবহ আগস্ট মাসকে ঘিরে মাসব্যাপী কর্মসূচির শুরুতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।

সোমবার ১২টা ১মিনিটে বরিশাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিবিরপুকুর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সাংসদ অধ্যক্ষ আব্দুর রশিদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়া, উপদপ্তর সম্পাদক কাইউম খান কায়সার প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ১৫ আগস্ট নিহতদের স্মরণ এবং শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি জ্বালানো হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় বিপথগামী সেনার হাতে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিনে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, মেজ ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি, তার স্ত্রী বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ।

১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দিবসটিকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে। এই মাসে আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে।

ঢাকাটাইমস/১আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :