পাঁচবিবি সীমান্তে ফেনসিডিল উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১৬:১৮

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় আমদানি-নিষিদ্ধ ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। যার সিজার মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কয়া বিওপি কমান্ডার সুবেদার এ কে এম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে কিছু চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেলে তা ফেলে পালিয়ে যায়। পরে ওই পণ্যগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :