আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১৬:৪৯

"স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১২টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।

মেলার উদ্বোধন শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মো. আকবর মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. সামাদ সরদার, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু, আলমগীর কবির, গোপালপুর ইউপি সদস্য শেখ মো. আব্বাস উদ্দীন,

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আ.কুদ্দুস খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক ও লাবনী রায়, আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :