বন্যার্তদের পাশে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১৮:৪৮

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতি এবং জামালপুরের ইসলামপুরের বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম মঙ্গলবার সকালে কালিহাতি উপজেলার গোহালিয়া বাড়ি, সল্লা ও দুর্গাপুর ইউনিয়নে এক ৬৫০ জন বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কালিহাতির গোহালিয়া বাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণের আগে এফবিসিসিআই নেতারা উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম তাঁর বক্তব্যে বলেন, টাঙ্গাইল জেলার যেহেতু অবকাঠামো ও যোগাযোগ ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে সেহেতু এফবিসিসিআই থেকে তাঁরা এ অঞ্চলে একটি ‘ইকনোমিক জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে শিগগির সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ নেবেন। এছাড়াও তিনি স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এফবিসিআিই সহ-সভাপতি এবং পরিচালকরাও এসময় বক্তব্য দেন।

‘বন্যার্তদের পাশে এফবিসিসিআই’-এই শিরোনামে এফবিসিসিাআই ত্রাণ কার্যক্রমকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানান। ইসলামপুরে ত্রাণ বিতরণকালে স্থানীয় এম.পি. ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম রেজনু, হাবিবুল্লাহ ডন ও রাশেদুল হোসেন চৌধুরী (রনি) সহ জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এসময় টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এবং গোহালিয়া বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :