ডিজিটাল নিরাপত্তায় সরকারের সঙ্গে কাজ করবে অ্যাটকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ২২:০৩

টিভি পেশাজীবী ও ডিজিটাল নিরাপত্তার বিষয়ে টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের অ্যাটকো’র প্রেসিডেন্ট সালমান এফ রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক একথা জানান।

অ্যাটকো’র প্রেসিডেন্ট বলেন, ‘ডিজিটাল জগতে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে গতকাল (সোমবার) সংবাদপত্র মালিক সমিতি-নোয়াব ও অ্যাটকো’র বৈঠকে ঐকমত্য হয়। সবাই মিলে এ খাতে সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী এ সময় বলেন, ডিজিটাল নিরাপত্তা রক্ষায় অ্যাটকো, নোয়াব ও সরকার ত্রিপক্ষীয় যোগাযোগের ভিত্তিতে কাজ করবে। সেইসাথে টিভি পেশাজীবীদের সংগঠন ফেডারেশন অভ্ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন-এফটিপিও উত্থাপিত টিভি অনুষ্ঠান বিষয়ক প্রস্তাবনা পর্যালোচনাতেও একযোগে কাজ করবে অ্যাটকো, এফটিপিও এবং তথ্য মন্ত্রণালয়।

তথ্যসচিব মরতুজা আহমদের পরিচালনায় বৈঠকের শুরুতেই তথ্যমন্ত্রী নবনির্বাচিত অ্যাটকো পরিষদকে অভিনন্দন জানান। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক এ সময় টিভি বিষয়ক সিদ্ধান্তগুলো অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগের জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

অংশীজনদের সমন্বয়ে প্রণীত সম্প্রচার কমিশন আইনের খসড়াও শিগগিরই মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে বলে বৈঠকে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে সম্প্রচারের বিষয় দেখভাল করার দায়িত্ব একটি স্বাধীন কমিশনের ওপর বর্তাবে।

অ্যাটকো’র প্রেসিডেন্ট সালমান এফ রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক, ভাইস প্রেসিডেন্ট আরিফ হাসানসহ বেসরকারি টিভি মালিক কর্তৃপক্ষের মধ্যে এ কে আজাদ, শেখ কবির হোসেন, আব্দুস সামাদ, ফারজানা মুন্নী, হুমায়ূন কবির বাবলু, বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মোশাররফ হোসেন, যুগ্ম সচিব (টিভি) মো. মহিবুল হোসাইন প্রমুখ বৈঠকে অংশ নেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :