রামগতি পৌর মেয়রের বোনসহ তিন জামায়াত কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ০০:২২

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজুর বোনসহ জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে কমলনগর উপজেলার করুনা নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মেয়রের ছোট বোন শারমিন আক্তার সুমি, জামায়াত কর্মী শিউলি বেগম ও মিলু আক্তার। পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু জেলা আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কমলনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার করুনা নগর এলাকার মাও. আব্দুর রহিমের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা একটি গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত কর্মী শারমিন আক্তার সুমি, শিউলি বেগম ও মিলু আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের মহিলা কর্মীরা একটি গোপন বৈঠক করছিলো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এসময় বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০২আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :