বরিশালে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ১৮:৪৪

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে বরিশালে সাত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২০ হাজার পাঁচশ জরিমানা করা হয়েছে।

বুধবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি ও চৌমাথা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে গোলপাতা রেঁস্তোরায় চার হাজার টাকা, মা-বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোরকে পাঁচশ টাকা, তায়েবা স্টোরকে আট হাজার টাকা, ডায়মন্ড পোল্ট্রি কর্নারকে দুই হাজার টাকা, নিউ শর্মা হাউজকে পাঁচ হাজার, সুভাষ স্টোরকে পাঁচশ টাকা, রাজীব স্টোরকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, পণ্যে এমআরপি মূল্য না লাগানো, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরি ও বিক্রির কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, জেলা সিভিল সার্জন অফিসের ডা. আফরিন জাহান, পরিবেশ অধিদপ্তরের মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :