বর্ষায় কীভাবে নিতে হবে শিশুর যত্ন?

তাজরিন জাহান তারিন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ০৮:২৩

বৃষ্টিভেজা দিনে প্রত্যেকের উচিত শরীরের প্রতি বিশেষ যত্ন নেয়া। বিশেষ করে ঘরের ছোটদের। একে তো তারা ছোট, নিজের যত্ন নিজে নিতে পারে না। তার সাথে রয়েছে শিশুদের অল্প রোগপ্রতিরোধ ক্ষমতা। যার ফলে প্রায়ই অসুস্থ হয়ে পরে তারা। এই বৃষ্টিভেজা দিনে এর সংখ্যা আরো বেড়ে যায়। এ সময় শিশুরা জ্বর, নিউমোনিয়া, চর্ম রোগ ও ডায়রিয়াসহ নানা অসুখে ভোগে। ফলে শিশুদের নিয়ে সামান্য অবহেলায় ঘটে যেতে পারে অনেক দুর্ঘটনা। তাই বাড়তি যত্ন নেয়া উচিত এসময় শিশুদের ।

কীভাবে এই বর্ষায় নিতে হবে শিশুর যত্ন সে বিষয়ে ঢাকাটাইমসের সাথে কথা বলেছেন মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র/ম্যাটারনিটির শিশু, কিশোর এবং নবজাতক রোগ বিশেষজ্ঞ নাদিরা আফরোজে। তিনি বলেন, ‘বর্ষার এসময় বাচ্চাদের পানিবাহিত বা পানি থেকে বিভিন্ন রোগ হয়ে থাকে। নিউমোনিয়া, চামড়ায় সংক্রমণ, ভাইরাস জ্বরের মত অসুখ হয়। তবে এবছর ভাইরাল ডাইরিয়ায়ও ভুগছে অনেকে শিশু। এর প্রধান কারণ অপরিষ্কার পানি। তাই খাওয়া থেকে শুরু করে গোসল সব কাজের জন্যই পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে।’

এছাড়াও এই বর্ষায় শিশুদের যত্ন কিভাবে নেয়া যাবে এ বিষয় পরামর্শ দিয়েছেন।

যেসব কাজ করা যাবে না

• শিশুকে পানিতে ভিজতে দেয়া যাবে না।

• বাইরের তরল খাবার খেতে দেয়া যাবে না এতে টাইফয়েডের ঝুঁকি বাড়ে।

• ভাইরাস জ্বর বা সর্দি কাশিতে আক্রান্তদের থেকে দূরে রাখতে হবে শিশুদের।

• না বলতে হবে তিন ‘চ’ কে। (চিপস, চকলেট, চটপটি)

• ট্যাপের পানিতে গোসল করানো যাবে না।

• আদ্র কাপড় পরানো যাবে না শিশুকে।

যে সব কাজ করণীয়

• শিশুকে শুকনো স্থানে এবং শুকনো পোশাক পরাতে হবে

• ভিজে গেলে শরীর মুছে দিতে হবে।

• ঘর এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

• প্রতিদিন গোসল করাতে হবে কুসুম গরম পানি দিয়ে।

• শিশুকে ফুটিয়ে বিশুদ্ধ পানি পান করাতে হবে।

• গোসলের পানিও ফুটিয়ে নিতে হবে।

• প্রতিদিন কাপড় বদলাতে হবে। মেয়ে শিশুর বেলায় দিনে ২/৩ বার কাপড় বদলাতে হবে।

• ঘরের অন্য কারো সর্দি কাশি হলে মাস্ক ব্যবহার করতে হবে কেন না শিশুরা সহজেই এতে আক্রান্ত হয়।

• মশারি টানিয়ে ঘুমাতে হবে।

চিকিৎসক নাদিরা আফরোজ বলেন, যেহেতু টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই স্কুল কর্তৃপক্ষের উচিত এসময় স্কুল বন্ধ রাখা। কেন না অপরিষ্কার এই পানির ফলে শিশুর রোগে আক্রান্তের ঝুঁকি থেকে। এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে।

ঢাকাটাইমস/০৩আগস্ট/টিজেটি/কেএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :