তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৩:২৯ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ১২:২৭

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এসময় একটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোরে রাতে উপজেলার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন মিয়ানমারের মংডু শহরের রহিম উল্লাহ (৫০), এনামুল হোসেন (১৬), নাজির আহমেদ (৬৫), মো. করিম (১৭), মো. রফিক (১৪) ও মো. ফারুক (১৫)।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমারের একটি ট্রলার নিয়ে ছয় মাঝিমাল্লা সাগরে মাছ ধরার বেশ ধরে একটি ইয়াবা বড় চালান পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে অবস্থান নেয়। এসময় মিয়ানমারের সীমান্ত থেকে আসা একটি ট্রলারকে থামানো সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মিয়ানমারের ছয় মাঝিমাল্লাসহ একটি কাঠের ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বক্সের ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধার বস্তার ভেতর থেকে তিন লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১৫ কোটি টাকা।

এই কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে পৃথক মামলা দিয়ে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে। এছাড়া ইয়াবা রোধে নাফনদী ও সাগরে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে ‘হত্যা’: তিন আসামি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :