ঝিনাইদহে শিক্ষার ডিজিটালাইজেশন বিষয়ে সভা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ১৪:০৪

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এ সভার আয়োজন করে।

সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বি. এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস, সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা ও কলেজের প্রধানরা অংশ নেন। বক্তারা শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :