ফরিদপুরে ভিটামিন ‘এ’ খাবে তিন লক্ষাধিক শিশু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ১৪:১৩

আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে ফরিদপুর জেলায় তিন লাখ দুই হাজার ৮০৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস।

সিভিল সার্জন বলেন, জেলার নয়টি উপজেলা ও চারটি পৌরসভায় ছয় থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৪৩০ জন এবং ১২ থেকে ৫৯ বয়সী দুই লাখ ৬২ হাজার ৩৭৩ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় ভিটারিম এ খাওয়ানো হবে।

ডা. অরুণ বলেন, জেলার ৮১টি ইউনিয়নের ২৪৩টি ওয়ার্ডে ২১শটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এর কার্যক্রম।

জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা ওই দিন সব শিশু অভিভাবকদের যথা সময়ে স্ব স্ব টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোনো প্রকার কান কথায় গুরুত্ব দেবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবজাল হোসেন, ডা. মাহাবুবুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :