স্ত্রীসহ সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ১৫:১০

উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা হিসেবে ও মিথ্যা তথ্য দিয়ে দুই কোটি ৭৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করাসহ পাঁচ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করায় স্ত্রীসহ সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক ঢাকার রমনা মডেল থানায় এ মামলাটি করেন।

সাবেক ওই ব্যাংক কর্মকর্তা হলেন মো. সিদ্দিকুর রহমান। তিনি ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ওই ব্যাংক থেকে বিভিন্ন কায়দায় টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে তিনি চাকুরিচ্যুত।

তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মুরারিদহ গ্রামের বাসিন্দা।

এ মামলার অপর আসামি হলেন- সিদ্দিকুর রহমানের স্ত্রী শিল্পী আক্তার।

দুদুক সূত্রে জানা গেছে, মো. সিদ্দিকুর রহমান এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে রেমিটেন্স শাখায় কর্মকর্তা হিসেবে থাকার সময়ে বিভিন্ন কায়দায় প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৮ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৫৫৫টাকা আত্মাসাৎ করেছেন। এ অভিযোগে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ওই ব্যাংকের পক্ষ থেকে ঢাকার মতিঝিল থানায় একটি মামলা করা হয়। পরে ওই মামলাটির তদন্ত করে দুদুক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, তদন্তকালে সিদ্দিকুর রহমানের প্রকাশ্য ও গোপন সম্পদ হিসাব পর্যালোচনা করে দেখা যায়- তিনি ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৪ টাকার সম্পদের তথ্য গোপন করাসহ ৫ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করেছেন। এ সম্পদের একটি বড় অংশ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় ৭ শতাংশ জমিসহ ছয় তলাবিশিষ্ট একটি ভবন করে ভবনটির মালিকানা তিনি স্ত্রীর নামে হেবা (হস্তান্তর) করে দেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :