অন্তঃসত্ত্বা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২০:১২ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ১৯:১৮

যশোরে অন্তঃসত্ত্বা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে অভয়নগরের এক হোটেল মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই তরুণী।

তরুণীর ভাষ্য, তিনি মাকে নিয়ে অভয়নগরে একটি ভাড়া ঘরে থাকেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। মাঝে কয়েক বছর পড়াশোনা বন্ধ থাকার পর চলতি বছর এসএসসি পাস করেন তরুণিী। অভয়নগরে হোটেল আল সেলিমের মালিক জনির সঙ্গে তার প্রেমের বিয়ে হয় ২০১৫ সালের ১০ অক্টোবর। জনির হোটেলেই মৌলভি ডেকে বিয়ে হয় বলে জানান তিনি।

চলতি বছর অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১০ জুন তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গর্ভপাত করানোর চেষ্টা করেন জনি- এমন অভিযোগ করে ওই তরুণী বলেন, ‘কিন্তু সেবার ব্যর্থ হয়ে গত ৭ জুলাই মীমাংসার কথা বলে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। পরে জনি, শেখ সাইফার, সুমন, আজিম মোল্যা ও রুবেল মোল্যা তাকে ধর্ষণ করেন।

তরুণীর অভিযোগ, তিনি অভয়নগর থানায় মামলা করতে গেলে তা নেয়নি পুলিশ। পরে তিনি যশোর আদালতে দুটি মামলা করেন। ব্যভিচারের অভিযোগে প্রথমে জনি সরদারের বিরুদ্ধে এবং পরে জনি, শেখ সাইফার, সুমন, আজিম মোল্যা ও রুবেল মোল্যাকে আসামি করে আদালতে আরেকটি মামলা করা হয়।

এরপর মা ও মেয়ে প্রথমে যশোর ও পরে ঢাকায় চলে আসেন বলে জানান তরুণী। সংবাদ সম্মেলনে তরুণীর সঙ্গে তার মা ও কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন।

তবে জনি সংবাদমাধ্যমের কাছে এসব অভিযোগ অস্বীকার করেন এবং জানান তিনি ওই তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

এর আগে গত ২৮ জুলাই যশোরেও একই ঘটনায় সংবাদ সম্মেলন করেছিলেন ওই তরুণী। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, তিনি সাংবাদিকদের কাছেই প্রথম মেয়েটির কথা শোনেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :