রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার সুপারিশ

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২১:৫২ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ২১:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করার এক বছরের মাথায় আবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে আগের নিয়ম বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

ভর্তি উপকমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হলেই শিক্ষার্থীরা দ্বিতীয়বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী।

তিনি বলেন, ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বহালের সুপারিশ করা হয়েছে। এবিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এম এ বারী জানান, ভর্তি উপ কমিটির আগামী সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে সিদ্ধান্ত গৃহীত হলেই দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ভর্তি উপকমিটির এই সভা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তার দিন তারিখ এখনও নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি।

এদিকে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

একাডেমিক-১ শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসেন বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কেবল খসড়া করা হয়েছে।

ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :