দোহারে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ২১:৫৫

ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটের ইজারাদার মো. শহীদ উল্লাহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমিজ উপজেলার নয়াডাঙ্গি গ্রামের মৃত ছকিল উদ্দিন ছকুর ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৭ সালের আগস্টের প্রথম সপ্তাহে তৎকালীন মৈনট ঘাটের ইজারাদার শহীদ উল্লাহকে হাত-পা বেঁধে বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে হত্যা করা হয়।

মৃত শহীদের স্বজনরা দোহার থানায় একটি হত্যা মামলা করেন। পরে আদালত হত্যায় জড়িত রমিজসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে পুলিশ নয়াডাঙ্গি গ্রামের পদ্মানদী তীরবর্তী একটি টং ঘর থেকে রমিজকে গ্রেপ্তার করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, দীর্ঘ এক মাস চেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :